সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে অনেকে বাড়ি বাড়ি গিয়ে বলছে, অমুক মার্কায় ভোট দিলে জান্নাত পাবে। কাউকে কিছু টাকা দিয়ে শপথ করাচ্ছে, কসম করাচ্ছে, এগুলো দিয়ে জনগণকে ধোকা দিচ্ছে। টাকাগুলো ফেরত দিয়ে ভ্রান্ত রাস্তা থেকে বেরিয়ে আসতে হবে। কেননা জান্নাত কে পাবে, তা একমাত্র মহান রব্বুল আলামিন জানে, আর কেউ জানে না। জান্নাত দেখিয়ে মিথ্যা আশ্বাসে ভোট নেওয়ার সুযোগ দেওয়া হবে না। জান্নাতের টিকির বিক্রি রুখে দিতে হবে। আর রুখে দিতে পারবে গ্রামের মায়েরা, ঝিয়েরা, বউরা। বাংলাদেশ জাতীয়তাবাদী- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়নের উপর আলোচনা সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে একথাগুলো সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ রুমানা মাহমুদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়নের উপর আলোচনা করতে তিনি বলেন, প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়নের বাংলাদেশ জাতীয়তাবাদী- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটু চালাকি করে পরিবারে প্রধান হিসেবে মহিলাদের নামে কার্ড তৈরী সিদ্ধান্ত নিয়েছেন। এতে পুরুষ একজন মহিলাকে সহজেই পেশী শক্তি ব্যবহার করতে পারবে না। আগামীতে ধানের শীষ প্রতিকে জনগণের ভোটে সরকার গঠন করবে-ইনশাল্লাহ।
(২০ নভেম্বর ২০২৫), শুক্রবার বিকেলে চক কোবদাসপাড়া ঈদগাহ মাঠে সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: হোসাইন বাবু’র সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়নের উপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ.ম রকিবুল হাসান রতন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভুইয়া, সাবেক সাধারন সম্পাদক মুন্সি জাহেদ আলম, সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি প্রমুখ।
মহিলা সমাবেশে পৌর ৭নং ওয়ার্ডের হাজার হাজার নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।






