নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার কালিদাসগাতী ডিজিটাল ডাক কেন্দ্র এজেন্ট আউটলেটের উদ্যোগে ব্যাংক এশিয়া পিএলসি এর মাইক্রো মার্চেন্টদের নিয়ে “মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিদাসগাতী ডিজিটাল ডাক কেন্দ্র এজেন্ট আউটলেটে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মাইক্রো মার্চেন্টদের মধ্যে থেকে একজনকে “সেরা লেনদেনকারী” হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এ সম্মাননার নাম ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলার ব্যাংক এশিয়া পিএলসি এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ নুর লতিফুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার পি এল সি এর ডিজিটাল পেমেন্ট চ্যানেল ডিপার্টমেন্টের (মাইক্রো মার্চেন্ট) অফিসার জনাব মেহেদী হাসান। তিনি মাইক্রো মার্চেন্টদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ব্যবসা সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নের বিষয়ে পরামর্শ দেন।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন মোঃ আলমগীর ইসলাম (অফিসার, সিরাজগঞ্জ সদর উপজেলা), মোঃ আবু সালেহ মুছা প্রমূখ।






