আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের পূর্ণবাসনের বাসিন্দা নিহত ফজল সর্দার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি সয়দাবাদ গোল চত্বর লোড-আনলোর্ড পয়েন্টে ট্রাক দূর্ঘটনায় নিহত হন। এরই পরিপ্রেক্ষিতে -
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নিহত ফজল সর্দারের স্ত্রী (পরিবার) কে নগদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।
সয়দাবাদ ইউনিয়নের বাসিন্দা, সমাজসেবক, সদর থানা বিএনপি'র সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম রফিক এর উদ্যোগে- স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ, লোড-আনলোর্ড মালিক-শ্রমিকদের সহযোগিতায় এই মানবিক সহায়তা দেওয়া হয়। এবং লোড-আনলোর্ড পয়েন্টে প্রতিদিন একটি করে লেবারের হাজিরা দেওয়ার ঘোষণা দেন- সমাজসেবক, সদর থানা বিএনপি'র সাবেক সভাপতি ও বিএনপির সন্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য সরকার মোঃ রফিকুল ইসলাম রফিক ।
এসময়ে সয়দাবাদ ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা, স্থানীয় সমাজসেবক হাজী মোঃ শহিদুল ইসলাম শহিদ সহ সয়দাবাদ ইউনিয়ন বিএনপি নেতাকর্মী, লোড-আনলোর্ড শ্রমিক-মালিকদের অনেকে উপস্থিত ছিলেন।