
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সার্বিক সহযোগিতায় সনাতনী ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলী সাজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ।
বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ সমান মর্যাদা পাওয়ার যোগ্য। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতনী সম্প্রদায়ের নয়, এটি সবার জন্য আনন্দের উৎসব। বিএনপি জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন ছানু তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি আরও জোরদার করে। বিএনপি জনগণের দল, তাই সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি সমান সহমর্মিতা দেখানোই আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমেদ, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ
স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বস্ত্র হাতে পেয়ে খুশিতে ভরে ওঠেন স্থানীয় নারী-পুরুষ। শিশুদের চোখেমুখে দেখা যায় আনন্দের ঝিলিক।