
ছাম্মি আহমেদ আজমীর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এ লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (১১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাহিরগোলা বাজারের বিভিন্ন ব্যবসায়ী সাধারণ পথচারীদের মাঝে সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ কালে নেতা কর্মীরা বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি নির্বাচিত হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ লিফলেট বিতরণ’।
এসময় জেলা বিএনপি’র সহ কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খান ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিন খান, সাধারণ সম্পাদক মজনু শেখ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন খান সহ ৬নং ওয়ার্ড বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।