
ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধিতে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ধানবান্ধি সমবায় অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ আব্দুস সাত্তার।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মোকতেল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সমবায়ের মাধ্যমে একে অপরের সহযোগিতা ও সততার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলে সমাজে স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে সমিতির সদস্যদের মাঝে বছরের অর্জিত লভ্যাংশ বিতরণ করা হয়। এ সময় সমিতির পরিচালক, সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হাজী মো: আব্দুস সাত্তার কে সম্মাননা ক্রেস্ট এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।