
নিজস্ব প্রতিবেদক : মাথায় টুপি, গায়ে পাঞ্জাবী, পড়নে পায়জামা, শরীরটা সম্পুর্ণ নবী (সা:) এর সুন্নতি পোশাক। এদের মধ্য কেউ মসজিদের ইমাম, কেউ কোরআন হাফেজ, আবার কেউ মুফতি। ১০-১৫ জনের একটি দল। আছরের নামাজ আদায় করে ধানের শীষ প্রতীক সমন্বিত ৩১ দফার লিফলেট নিয়ে হাটের মধ্য নেমে যান। প্রথমে সামনে আসা জনসাধারনকে পেয়ে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আপনার পরিবারের সদস্যরা কেমন আছে, আমরা আপনার কাছে তারেক জিয়ার ৩১দফার বার্তা নিয়ে এসেছি। ৩১ দফা বাস্তবায়ন করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে একটি করে ভোট দিবেন। ধানের শীষ প্রতীকে ভোট দিতে আপনার পরিবার-পরিজনকে উৎসাহ দিবেন। সর্বশেষ কুশল বিনিময়কারী ব্যক্তিকে লিফলেটটি হাতে ধরিয়ে দেন। এমন করে হাটে উপস্থিত সকলকের হাতে ভোট প্রার্থনা করে হাতে লিফলেট তুলেন দেন।
(১৭ অক্টোবর ২০২৫), শুক্রবার, আছরের নামাজ শেষে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া হাটে ধানের শীষ প্রতীক সমন্বিত ৩১ দফার লিফলেট নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা শুরু করলেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের জন্য সিরাজগঞ্জ জেলা ওলামা দলের পক্ষ থেকে ৩১ দফা ও ধানের শীষের লিফলেট নিয়ে জনগণের দৌড় গোড়ায় পৌঁছাতে এবং
ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী, যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন, সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইমন, পৌর ওলামা দলের সদস্য সচিব সজিবসহ ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।