
মোঃ হোসেন আলী (ছোট্ট) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়ন ও ইকবাল হাসান মাহমুদ টুকু পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর কাঁচা বাজারে ও এলাকার আশে পাশে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীর্ষের পক্ষে ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে ফজলুল হক রোডে কাঁচা বাজার সাধারণ ব্যবসায়ীদের মাঝে এবং সাধারণ জনসাধারণের মাঝে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও ইকবাল হাসান মাহমুদ টুকু পক্ষে ধানের শীর্ষের ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা জননেতা ভিপি অমর কৃষ্ণ দাস।
এসময়ে জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা এখন সময়ের দাবি। “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীর্ষের জয় নিশ্চিত করতে হবে।” তিনি আরো বলেন, “দেশের মানুষ আজ ন্যায়ের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও প্রকৃত গণতন্ত্রের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি সেই জনগণের আশার প্রতীক— আর ধানের শীষই পরিবর্তনের হাতিয়ার।” এসময় স্থানীয় বাজার, দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করা হয়। এবং ধানের শীষের প্রতি সমর্থন জানান। মাঠজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা। কর্মসূচির শেষে উপস্থিত আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।কর্মসূচি শেষে প্রতিজ্ঞা ব্যক্ত করেন “যে কোনো বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে।”