রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধের ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব যেন এক মিলনমেলা 
সিরাজগঞ্জে চুরির ভয়াবহতায় রক্ষা পেল না সাংবাদিকের মোটরসাইকেলটিও,নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা
তাড়াশে জাল দলিলে নামজারী বাতিলের প্রতিশোধে শামসুজ্জোহাকে হত্যার হুমকি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে
ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : সিইসি 
আসন্ন সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী
সিরাজগঞ্জ জেলা রোভার এঁর জোটা-জোটি ২০২৫ সমাপনী অনুষ্ঠিত 
শাহজাদপুরে আধুনিক পৌর শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান
সিরাজগঞ্জে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর কমিটি পুনগর্ঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ 

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে তিনি শহরের একডালা, কালিবাড়ী বাজার (আমলাপাড়া)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এ সময় সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে অমর কৃষ্ণ দাস বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিজয় নিশ্চিত করতে হবে। এই বিজয় শুধু একজন প্রার্থীর নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।

প্রচারণাকালে অমর কৃষ্ণ দাসের সঙ্গে জেলা ও শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতে ধানের শীষের প্রতীকযুক্ত লিফলেট, ব্যানার ও পোস্টার নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে জনসম্পৃক্ততা তৈরি করেন।

নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নেতার নির্দেশে ধারাবাহিকভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা বলেন, জনগণের মন এখন পরিবর্তনের পক্ষে, আর টুকুর নেতৃত্বেই সেই পরিবর্তন সম্ভব।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও প্রচারণায় আগ্রহ প্রকাশ করে জানান, দীর্ঘদিন পর এভাবে নেতাদের সরাসরি মাঠে দেখতে পাচ্ছেন তারা। অনেকেই ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।

প্রচারণার পুরো সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১