রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধের ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব যেন এক মিলনমেলা 
সিরাজগঞ্জে চুরির ভয়াবহতায় রক্ষা পেল না সাংবাদিকের মোটরসাইকেলটিও,নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা
তাড়াশে জাল দলিলে নামজারী বাতিলের প্রতিশোধে শামসুজ্জোহাকে হত্যার হুমকি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে
ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : সিইসি 
আসন্ন সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী
সিরাজগঞ্জ জেলা রোভার এঁর জোটা-জোটি ২০২৫ সমাপনী অনুষ্ঠিত 
শাহজাদপুরে আধুনিক পৌর শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান
সিরাজগঞ্জে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর কমিটি পুনগর্ঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ 

সিরাজগঞ্জে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর কমিটি পুনগর্ঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) : ” সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে সিরাজগঞ্জে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর কমিটি পুনগর্ঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  ( ১৮ অক্টোবর ২০২৫) বিকেলে এস এস রোডস্থ ডাব্লিউ এফ চাইনিজ রেস্টুরেন্টে সুজন সুশাসনের জন্য নাগরিক সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর কমিটি পুনগর্ঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।  সভায সভাপতিত্ব করেন  সিরাজগঞ্জে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর নবগঠিত কমিটির  সাধারণ সম্পাদক  হেলাল আহমেদ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর দপ্তর সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট), অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর নবগঠিত কমিটির  সভাপতি মোঃ শওকত আলী। 
প্রধান অতিথি নবগঠিত কমিটির  সভাপতি মোঃ শওকত আলী  তার বক্তব্যে বলেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন হচ্ছে সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে উঠা একটি নাগরিক সংগঠন। ২০০২ সালে ১২ নভেম্বর এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই নাগরিকদের অধিকার নিয়ে কাজ করে আসছে। শুরুতে এই সংগঠন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক কাজ করলেও এখন দেশে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা এবং লক্ষ্য অর্জনে আন্দোলন পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি, রাজনীতিবিদদের মাধ্যমেই দেশ পরিচালিত হওয়া প্রয়োজন। সৎ, যোগ্য, দেশপ্রেমিক রাজনীতিবিদদের নেতৃত্বেই কেবল দেশ এগিয়ে যেতে পারবে। তিনি আরো  বলেন, একজন নাগরিক এর দায়িত্ব কি, তার অধিকার, দায়িত্ববোধ বিষয়ে সচেতন হওয়া এবং যারা নাগরিককে সেবা দিচ্ছেন সেই কাজটি সঠিকভাবে করছেন কিনা, কোন রকম অনিয়ম এবং দুনর্ীতি হচ্ছে কিনা এসব বিষয়গুলো নাগরিকদের মধ্যে জাগিয়ে তোলার জন্য কাজ করছে সুজন। এখনো যারা সরকারিভাবে সেবা দেন অনেকেই নিজেদেরকে প্রভু মনে করেন। কর্তাভাব যায়নি তাদের। আবার একজন নাগরিক তার অধিকার বিষয়ে স্পষ্ট জানেন না এবং সেবা নিতে গিয়ে নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারেন না।
 মুখ্য আলোচক হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সুজন সুশাসন রাজশাহী বিভাগীয় সম্মন্বয়কারী মোঃ মিজানুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ এনজিও ফেডারেশনের সভাপতি ও সুক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন,  সোস্যাল ডেভেলপমেন্ট রিসার্স সিরাজগঞ্জের চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম আহমেদ শরীফ, প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট ( পি ডাব্লিউ)  সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ,  বেসরকারি মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম,  তরুণ সম্প্রদায় সিরাজগঞ্জের পরিচালক  সংগঠন মোঃ ফরিদুল ইসলাম সোহাগ,  অংকুর দুস্থ নারী উনৃনয়ন সংস্থা সিরাজগঞ্জের পরিচালক নিয়াজী সুলতানা, শার্প পরিচালক সাফিয়া সুলতানা প্রমুখ,।

উল্লেখ্য : সিরাজগঞ্জে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর কমিটি পুনগর্ঠন ও পরিকল্পনা সভায় ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১