মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় পৌর শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র ইমাবোন শেখ, ও গীতা পাঠ করেন একাদশ শ্রেণির সৌহার্দ্য ভদ্র, শুরতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্রী সূচনা আক্তার, এবং অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্র তাসনিয়া রহমান, ও সিহাব উদ্দিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী কমিশনার ও উপাধ্যক্ষ মহসিন খন্দকার, এবং উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা,
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বাস্তব সম্মত বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে তোমাদের পরিশ্রম করতে হবে। তাহলেই তোমরা কাঙ্খিত জায়গায় পৌঁছাতে পারবে। প্রত্যেক শিক্ষার্থীকে একে অপরের প্রতি সহযোগি মনোভাব রেখে এগিয়ে যেতে হবে। সেই সাথে পাঠ্য পুস্তকের বাহিরে নানা সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে আগামী দিনে তোমরা দক্ষতা অনুযায়ী সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী মানবিক গুনাবলী সম্পন্ন জনসম্পদে পরিণত হোক। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এসময়ে উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রিপন সাহা, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আলী আশরাফ, বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন, মিলিশিয়া ইসলাম, গণিত বিভাগের প্রভাষক মোঃ আবু জাফর, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আল আমিন , এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ জহুরুল ইসলাম,।

উল্লেখ্য : নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।






