
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ ও পাবনা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
ভিক্টোরিয়া হাই স্কুল স্কাউট গ্রুপ এর আয়োজনে,
রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে অত্র স্কুলের হল রুমে অনুষ্ঠানের শুরুতেই প্রার্থনা, সংগীত পাঠ করেন, স্কুলের সিনিয়র উপদল নেতা স্কাউট আবু হুরায়রা ও উপদল নেতা স্কাউট মোঃ সোবাহান।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া হাই স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলার কমিশনার মোঃ সাজেদুল ইসলাম। সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ ও পাবনা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অত্র স্কুলের ও ইউনিটের ইউনিট লিডার ও সম্পাদক মোঃ রাশিদুল হাসান এবং গার্ল ইন স্কাউটের ইউনিট লিডার মোছাঃ শিউলি খাতুন।
এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, সিনিয়র শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম , সিনিয়র উপদল নেতা স্কাউট মোঃ আবু হুরায়রা সহ ইউনিট এর সকল স্কাউট বন্ধুরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।