সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদমাধ্যম যত বেশি প্রশ্ন করবে রাষ্ট্রের দায়িত্বশীলরা তত সচেতন হবে: মাহফুজ আলম
সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা লড়াই-সংগ্রাম চালিয়ে যাবো: মির্জা ফখরুল
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই সহদর ভাইয়ের মৃত্যু ! 
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আহত ছাত্রের মামলায় কলেজ অধ্যক্ষ শাহেদ আলী সহ ১০জন  কারাগারে  
নওগাঁ জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে জুট মিলে আগুন
সিরাজগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার ও ১ টি প্রাইভেট কারসহ ২ জন গ্রেফতার
শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে : তারেক রহমান

ঢাকা : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা  নিশ্চিত করতে হবে। এজন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আর বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।’

তারেক রহমান আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (ডিইআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় তিনি তাঁর নিজের নামের আগে ‘দেশনায়ক’ ও ‘রাষ্ট্রনায়ক’ উপাধি ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক সম্বোধন করবেন না। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সতর্কতা অবলম্বন করতে হবে।’

‘দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  বলেন, ‘জনগণকে এ বিষয়টি সম্পর্কে সচেতন করতে হবে। তাদের সঙ্গে থেকেই তাদেরকে এ বিষয়ে সতর্ক করতে বিএনপি নেতা-কর্মীদের কাজ করতে হবে।’ এজন্য জনগণকে সব সময় সঙ্গে রাখতে দলের নেতা-কর্মীদের উদাত্ত আহবান জানান তিনি ।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগের জবাবদিহি না থাকায় তারা স্বৈরাচারী হয়ে উঠেছিল। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে বিধায়  ‘নির্বাচনের জবাবদিহি এবং নির্বাচিত প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাই হবে তাদের (বিএনপি) মূল কাজ।

তিনি বলেন,  ‘রাজনীতি রুগ্ন  হলে অর্থনীতি রুগ্ন হয়। রাজনীতি ও অর্থনীতি রুগ্ন হলে স্বাস্থ্য, শিক্ষা নিরাপত্তা সব ব্যবস্থাই রুগ্ন হবে। তাই জবাবদিহি নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে।’

এ সময় তারেক রহমান জানান, বিএনপি’র ৩১ দফার বাইরে ভালো কোনো প্রস্তাব পেলে তা গ্রহণ করা হবে। ক্ষমতায় গেলে তা নিয়ে কাজও করা হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘উঠান বৈঠক সংস্কৃতি ফিরয়ে এনে ৩১ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর ফলে দেশের সংস্কার করাও সম্ভব হবে।’ বিএনপি’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১