ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ শাহজাদপুরে রাজু বেপারী (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) গভীর রাতে এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাজু বেপারী শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট উপজেলার এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মোহাম্মদ ইয়াহিয়া হত্যা মামলায় রাজু বেপারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।