
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জঃ
ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল এবং জেল আপিলের রায় ঘোষণা করেছেন হাই কোর্ট। রায়ে তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রোববার ( ০১ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে জেলা বিএনপি আয়োজনে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর প্রাঙ্গণ এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সহ-সভাপতি মো. নাজমুল হাসান তালুকদার রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার আপিলে খালাস পাওয়ায় এর উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। পরে থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার আপিলে খালাস পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার সব আসামি খালাস পাওয়ায় এক আনন্দ মিছিল বের হয়ে মিছিলটি এস এস রোড হয়ে বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে এসে শেষ হয়। এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জুব্বার বাবু,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উলেখ্য গত ২১ নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। রায় ঘোষণা করেন হাইকোর্ট খালাস দেয়া হয় সব আসামিকে। সেইসঙ্গে বিচারিক আদালতের রায় অবৈধ ছিল বলেও জানান হাইকোর্ট। এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে।