
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত
প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করায় শিয়াকোল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো পরে মতবিনিময় করা হয়।
রবিবার (১ডিসেম্বর-২০২৪) সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে উক্ত ফুলেল শুভেচ্ছা জানান এবং মতবিনিময়কালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সাবেক সচিব) ওমর ফারুক তালুকদার, হিসাব সহকারী কামকম্পিউটার মোঃ এনামুল হক সহ ইউনিয়ন পরিষদের সদস্য , কর্মচারীগণ, গ্রামপুলিশেরা উপস্থিত ছিলেন।
জানাযায়, গত বুধবার (২৭ নভেম্বর-২০২৪ খ্রীঃ) জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানাযায়। পত্রে উল্লেখ করা হয় স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৩,১০১ এবং ১০২ ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর কর্তৃক তার অধিক্ষেত্রের ইউনিয়ন পরিষদের অনুকূলে মনোনয়নকৃত কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়।