
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করায় কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং পরে এক মতবিনিময় করা হয়।
রবিবার (১ডিসেম্বর-২০২৪) সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে উক্ত ফুলেল শুভেচ্ছা জানান এবং মতবিনিময়কালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সাবেক সচিব) সুমী ঘোষ, ইউপি সদস্য রিমন হাসান,রেজাউল করিম তালুকদার, ফারুক আহমেদ, আব্দুস সালাম মন্ডল, আবু বক্কার সরকার রকিবুল, ইসমাইল হোসেন,, সাইফুল ইসলাম, রেখা বেগম, হালিমা খাতুন, ফাহমিদা রহমান মনি সহ কর্মচারী মোবারক হোসেন সহ অন্যান্য কর্মচারী, গ্রামপুলিশ, স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাযায়, গত বুধবার (২৭ নভেম্বর-২০২৪ খ্রীঃ) জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানাযায়। পত্রে উল্লেখ করা হয় স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৩,১০১ এবং ১০২ ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর কর্তৃক তার অধিক্ষেত্রের ইউনিয়ন পরিষদের অনুকূলে মনোনয়নকৃত কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়।