
শামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বন্যপ্রাণী ও পাখি নিধন বন্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩রা ডিসেম্বর) দুপুরে বস্তুল টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ হলরুমে বন্যপ্রাণী ও পাখি নিধন বন্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ভিলেজ ভিশনের পরিচলক শরীফ খন্দকার।
বন্যপ্রাণী ও পাখি নিধন বন্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সুইচিং মং মারমা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান,
রায়গঞ্জ উপজেলা ( ভারপ্রাপ্ত) বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান , গবেষণা শহিদুল ইসলাম, ভিলেজ ভিশনের উপদেষ্টা সাইফুল ইসলাম
তাড়াশ ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক আব্দুল কাদের,কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাস, সমকাল ও ৭১ টিভির প্রতিনিধি এম আতিকুল ইসলাম বুলবুল, বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ,
বস্তুল ইসাহাক উচ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অশ্বিনী কুমার ভৌমিক
বস্তুল টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শাহিনুর ইসলাম, পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব জাকির আকন
পাখি শিকারী রবিউল করিম ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ কর্মী বস্তুল আল ফাতাহ প্রতিষ্ঠাতা পরিচালক রকিবুল হাসান রানা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন,প্রাণি আইনে দেশি ও অতিথি পাখি এবং প্রাণি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। শিকারিদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে। বনের গাছপালা কৃত্রিম ও প্রাকৃতিক কারণে বিলুপ্ত হওয়ায় বন্যপ্রাণী ও উদ্ভিদ আজ হুমকির মুখে। পরিবেশ হচ্ছে জীবের প্রতিকূল। জলবায়ু হচ্ছে বৈরী। অথচ বনই হচ্ছে প্রাণীর জন্ম, বিচরণ, প্রজনন ও বসবাসের উপযুক্ত জায়গা।