
শেখ মোঃ এনামুল হকঃ
শিলন্দা, শ্যামপুর, সড়াইচন্ডি ও শিয়ালকোল এর যৌথ উদ্যোগে ও শিলন্দা কবরস্থান হাফিজিয়া কওমী মাদ্রাসার উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
(৪ ডিসেম্বর ২০২৪), বুধবার বাদ আছর সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইনিয়নের শিলন্দা কবরস্থান মাদরাসা মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
শিলন্দা কবরস্থান হাফিজিয়া কওমী মাদ্রাসার সভাপতি, লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলস্ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আফজাল হোসেন লাভলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ স্পিনিং এন্ড কটন মিলস্ লিমিটেড এর পরিচালক সৈয়দ ইলিয়াস সিরাজী ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলস্ লিমিটেড এর এম.ডি আলহাজ্ব তোফাজ্জল হোসেন বাবুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন মাও: রুহুল আমীন যুক্তিবাদী, নন্দ্রীগ্রাম, বগুড়া।
২য় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রহ্মখোলা জামে মসজিদের ইমাম ও খতিব মাও: রায়হান কবীর হায়দারপুরী। ৩য় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রিভারভিউ আইডিয়াল কলেকের প্রভাষক মাও: সাইফুল ইসলাম।
শিলন্দা কবরস্থান হাফিজিয়া কওমী মাদ্রাসার এর সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ও ক্যাশিয়ার শুকুর আলী সেখ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিয়ালকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সেখ,বিশিষ্ট সমাজসেবক মতিয়ার রহমান, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা সরকার প্রমুখ।
ওয়াজ মাহফিল শেষে শিলন্দা কবরস্থান হাফিজিয়া কওমী মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের সম্মানী পাগড়ী প্রদান করা হয়।