আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সহযোগিতায়, সফল ও আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থা (ওপিডি) সিরাজগঞ্জের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
সোমবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে অফিসে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে মুক্তির সোপান পাশে বিজয় সৌধে বিজয় র্যালি প্রদর্শন শেষে বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন খান, এবং মাসুদ রানা এর নেতৃত্বে সফল ও আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মোঃ আল আমিন শেখ, সফল ওপিডির সভাপতি মোসাঃ সম্পা খাতুন সহ অন্যান্য সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।