আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুল সিরাজগঞ্জের নানা আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। এরপর স্বাধীনতা যুদ্ধে শহিদদের স্মরণে স্কুলের শহিদ মিনারে এবং বাজার স্টেশন মুক্তির সোপান পাশে বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি করা হয়। স্কুলের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা উদ্বোধন করেন, স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা শেষ হওয়ার পর ভিক্টোরিয়া হাই স্কুলের হল রুমে সকাল ১০ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে, নৃত্য পরিবেশন, দেশাত্মবোধক গান, হামনাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া।
উক্ত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী তাইয়্যেবা খাতুন।
অনুষ্ঠানে ভিক্টোরিয়া স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হালিম, সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, অচিন্ত কুমার, জিয়াসমিন সুলতানা ,সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, শামীম হোসেন, নাজমা খাতুন, শিউলি খাতুন, পূর্ণিমা খাতুন, তাহমিনা খাতুন,ইলোরা খাতুন, কাওছার খান, হাবিবুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীগণ উপস্থিত ছিলেন।