
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস সিরাজগঞ্জ আয়োজনে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়।
সোমবার (১৬ ডিসেম্বর-২০২৪) সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রি ভিক্টোরিয়া স্কুল রোডস্থ সোনালী ব্যাংক পিএলসি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন,সকাল সাড়ে সাতটায় শহরে বর্ণাঢ্য বিজয় র্যালি প্রদর্শন শেষে বাজার স্টেশন মুক্তির সোপান পাশে বিজয় সৌধে
শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সোনালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ কার্যালয়ে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহিদদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা করা হয়।
এতে অনুষ্ঠানের নেতৃত্ব ও সভাপতিত্ব করেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিব কুমার বণিক এবং ব্যাংকের এজিএম উদয় কুমার দত্ত, সিরাজগঞ্জ শাখার সাজিদুল কবীর সহ বিভিন্ন শাখার ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।