
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সমাজকল্যাণ মোড়ে (ভাসানী মোড়) সোমবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ভাষণ ,কর্মময় জীবনী,সংগীত – “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ”, বাংলাদেশ — বাংলাদেশ — প্রভৃতি বাজানো হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে সমাজকল্যান মোড়ে সন্ধ্যা রাতে দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠানে পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। অনুষ্ঠান পরিচালনা করেন, বিএনপি নেতা রোকন।
এ সময়ে সদর উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্ণেল, ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা হেলাল, আরিফ হোসেন, আব্দুল বাছেদ, ফরহাদ হোসেন , রকিবুল ইসলাম বুলবুল, হযরত আলী খান, আশরাফুল আলম রাঙা, আলম, মোনতারিফ, শরীফ, ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ আব্দুল মোতালেব সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।