আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ পৌরএলাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। এরপর স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদদের স্মরণে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাজার স্টেশন মুক্তির সোপান পাশে বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি শেষে বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
এ বিজয় দিবস পালন অনুষ্ঠানে অত্র বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসেন, সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শামীম রেজা, মোঃ আঃ মজিদ সেখ, মোঃ রশিদুল কবির, মোঃ জাহাঙ্গীর আলম আলম সেখ, অফিস সহঃ কাম হিঃ সহকারী মোছাঃ পারুল খাতুন সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।