
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে হর্টিকালচার সেন্টারে মসলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণের আওতায় দুই দিনব্যাপী মসলার উন্নত জাত প্রযুক্তি বিষয়ে ৬০ জন কৃষক-কৃষাণী নিয়ে প্রশিক্ষণ-২০২৪-২৫ খ্রিঃ এর সম্পন্ন করা হয়। হর্টিকালচার সেন্টার খোকশাবাড়ি, সিরাজগঞ্জের বাস্তবায়নে,
সোমবার (২৩ ডিসেম্বর ) সমাপনী দিনে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জঃ মুঃ আহসান শহীদ সরকার। এতে সভাপতিত্ব করেন হর্টিকালচর উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খোকশাবাড়ি সিরাজগঞ্জ এর সিনিয়র উদ্যান তত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে এবং প্রশিক্ষক হিসেবে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী,
অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ এনামুল হক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন, বগুড়া শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড.মোঃ নূর আলম চৌধুরী প্রমুখ।
এ দুইদিন ব্যাপি মসলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রশিক্ষণে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩০ জন রায়গঞ্জ উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণীরা আদা,রসুন, পিয়াজ, মরিচ, হলুদ, বিভিন্ন ধরনের সজ, জিরা সহ অন্যান্য মসলা চাষের উপর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।