ওয়াসিম সেখ,সিরাজগঞ্জঃ:
সিরাজগঞ্জ পৌর শহরের ভোকেশনাল ইনস্টিটিউট সংলগ্ন কাটাখাল থেকে মো. আরিফ নামের এক রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ভোকেশনাল ইনস্টিটিউট সংলগ্ন কাটাখালিতে লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত আরিফ পৌর শহরের কোল-গয়লা গ্রামের মো. শহীদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরিফ গত ২৬ ডিসেম্বর রাত ৮ টার দিকে নিজ বাড়ি থেকে চা খাওয়ার কথা বলে আর বাড়িতে ফিরে নাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরিফ দ্বিতীয় বিয়ে করায়, উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল শত্রুতা-বশত রিকশাচালক আরিফকে হত্যা করতে পারে কোন পক্ষ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, পুলিশ ঘটনা চলে উপস্থিত হয়ে তথ্য অনুসন্ধান করছে নিহতর লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে।