
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার সমেশপুরে অবস্থিত আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল, আলোচনাসভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ডিসেম্বর) সকাল ১১ টার দিকে অত্র স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এ.কে. আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ শাহীন বাদশাহ। প্রতিষ্ঠানের শিক্ষক আশরাফুল ইসলাম বাবু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ প্রকৌশলী জহুরুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সমেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, রাজাপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. আব্দুর রউফ, চর সমেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ হেলাল উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ারা বেগম, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহীন বাদশাহ শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার প্রতি শিক্ষক-অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণির কোমলমতি কৃতি শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।