
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ( ৩০ডিসেম্বর ২০২৪খ্রিঃ) রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে উক্ত অ্যাডভোকেসী সভায় কমিউনিটি ভিত্তিক শিক্ষা বিষয়ক প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করা এবং চিহ্নিত বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ মোঃ আপেল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সবুর ও মোঃ রেজাউল করিম। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি এবং পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার। সভায় অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন, মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, শ্রীদাসগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা সুলতানা, গ্রাম পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহব্বত উল্লাহ, সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষিকা চকনুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী পারভীন, বেংনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা সরকার এবং পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রনজিত কুমার সেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। বক্তব্যে পাঙ্গাসী ইউনিয়নের শিক্ষারমান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক চন্দ্র নাগ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে বলেন মা সমাবেশ নিয়মিত করা প্রতিটি বিদ্যালয়ে, শিক্ষকদের যথাযথ সময়ে উপস্থিত হওয়া, স্কুল বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা, মাঝে মাঝে ছাত্র/ছাত্রীর বাড়ী ভিজিট করা, মান সম্পন্ন পাঠদান করার জন্য যথাযথ প্রশিক্ষণ প্রদান করা সহ বিদ্যালয়টি যেন আনন্দদায়ক বা শিশুবান্ধব পরিবেশে পাটদান করা হয় সেই রকম পরিবেশ সৃষ্টি তৈরির লক্ষ্যে আরো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এনডিপি ও গণসাক্ষরতা অভিযান এর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন এবং বাস্তবায়িত আশা প্রজেক্টের এই কার্যক্রমের প্রশংসা করেন।