আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল উৎসব মুখর পরিবেশে ফলাফল ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে মঞ্চে হতে ফলাফল ঘোষণাকালে শিক্ষার্থীও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এবং ফলাফল প্রকাশের পূর্বে স্বাগত বক্তব্যে রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুছ ছালাম তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্যে রাখেন এবং ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরেন। অনুষ্ঠান উপস্থাপন করেন, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মহসীন নূরী। সকল শ্রেণির প্রতিটি শাখার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা এবং তাদের হাতে ফলাফল সিট প্রদান করার পর ফটোসেশান করা হয়। পরিশেষে সকল শাখার শ্রেণি শিক্ষক বৃন্দ তাদের নিজ নিজ শাখার শিক্ষার্থীদের হাতে ফলাফল সিট তুলে দেন।
এসময়ে বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সনাতন দাস, সিনিয়র শিক্ষকবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।