
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুরে অবস্থিত মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় অত্র বিদ্যালয় মাঠে ফলাফল প্রকাশের পূর্বে স্বাগত বক্তব্যে রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্যে রাখেন এবং ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরেন। সকল শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা এবং তাদের হাতে ফলাফল সিট তুলেদেন।
এসময়ে বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মো ফরিদুল ইসলাম, মোছাঃ লাকী খাতুন, সহকারী শিক্ষক মোঃ সোহেল রানা, সহকারী শিক্ষক মোঃ মাহমুদ হাসান, মোঃ রুহুল আমিন,মোঃ আতিক, ও অভিভাবক সদস্য মো আঃ মজিদ সহ অন্যান্য শিক্ষক -শিক্ষিকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।