আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নর শীতার্ত গরীব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে দেড় শতাধিক শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং সদর উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসের সহযোগিতায়,
বুধবার (১জানুয়ারি-২০২৫ খ্রিঃ) সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে কম্বল বিতরণ করেন, কালিয়াহরিপুর ইউনিয়নের প্রশাসক সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুমী ঘোষ,ইউপি সদস্য মোঃরিমন হোসেন, আবু বক্কার সরকার রকিবুল, ফারুক আহমেদ, আব্দুস সালাম মন্ডল, হাজী রেজাউল করিম, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম, নুরু, রেখা বেগম, ফাহমিদা রহমান মনি, হালিমা খাতুন, হিসাব সহকারী মোবারক হোসেন, গ্রাম-পুলিশ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।