
নজরুল ইসলাম:
নতুন ভাইরাস Human metapneumovirus / HMPV ছড়িয়ে পড়েছে চীনে। এতে মহামারীর আশংকা করা হচ্ছে তবে খন পর্যন্ত বাংলাদেশে কোনো রোগী সনাক্ত হয়নি। আজ (৩ জানুয়ারী) রাত ১১টা ২০ মিনিটে সিরাজগঞ্জ পৌরসভার স্বাস্থ্য বিভাগ ফেসবুুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা মতো মহামারী হতে পারে বলে সতর্কতা জারী করা হচ্ছে। এতে হাঁচি কাশি অর্থাৎ রেসপিরেটরী ড্রপলেট দিয়ে ইনফেকশানের শুরু। জ্বর মাথাব্যাথা শরীর ব্যাথা , কাশি আস্তে আস্তে শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসে বেশি প্রদাহ বা ইনভলভমেন্ট হলে ARDS হয়ে ফুসফুস ফেল্যুর হতে পারে। চীন ভ্রমণে আপাতত সতর্ক, মাস্ক ব্যবহার নিশ্চিতে ১৫ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে এই ভাইরাস জনিত রোগে সংক্রমণের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে জানা গেছে।
বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম – ডায়াবেটিস, স্টেরয়েড নেয়া রোগী, ট্রান্সপ্ল্যান্ট , এজমা বা হাঁপানী রোগী, হার্ট সমস্যায় আক্রান্ত রোগীরা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে সিরাজগঞ্জ পৌরসভার স্বাস্থ্য বিভাগ।