
শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ আইএফআইসি ব্যাংক সিরাজগঞ্জ শাখার উদ্যোগে গরীব অসহায়, দুস্থ ও দরিদ্র কর্মহীন ২’শো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ( ০৪ জানুয়ারী ২০২৫ইং) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সম্মুখে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
সিরাজগঞ্জের বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার এর সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংক এর ম্যানেজার জাকিরুল ইসলাম।
আইএফআইসি ব্যাংক সিরাজগঞ্জ শাখার সেকেন্ড অফিসার আকরাম এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণের সময় আইএফআইসি ব্যাংক সিরাজগঞ্জ শাখার অফিসার মাজহারুল ইসলাম মিথুন, স্টাফ সুমন হোসেন, ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ শহর বিএনপির ১০নং ওয়ার্ডের সভাপতি মোঃ শাহজাহান আলী সাজা ও সাধারণ সম্পাদক হিলটন খন্দকার, হাজী কোরপ আলী কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোকতেল হোসেন,শহর বিএনপি সদস্য শহিদুল ইসলাম,সার্জেন্ট এস এম রফিকুল ইসলাম,মোঃ হেলাল আহমেদ, মোঃ আব্দুস সালাম, মোঃ শাহাদত মন্ডল, ইসলাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য:সিরাজগঞ্জ পৌর এলাকার দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।