
তারিকুল আলম,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে এফ আর সি ব্রডব্যান্ড ইন্টারনেটের উদ্যোগে দিয়ার ধানগড়া ও কাচারি পাড়া বসবাসকারী গরীব ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আজ সোমবার (০৬ জানুয়ারি ২০২৫ ইং) সকাল ১০ টার দিকে দিয়ার ধানগড়া ও কাচারি পাড়া এলাকার শীতার্ত মানুষদের মাঝে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বিতরণ করেন, এফ আর সি ব্রডব্যান্ড ইন্টারনেটের সি, ও , আবু সাইদ, সালাউদ্দিন খান চৌধুরী, জেনারেল ম্যানেজার এফ, আর, সি নূরনবী খান , সরকারি ব্যবস্থাপ, এফ, আর,সি , আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী, শওকত শুভ, মার্কেটিং ম্যানেজার, এফ,আর সি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।