আরিফুল ইসলাম সুমন,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের বাগবাটী হালদার পাড়া শ্রী শ্রী শিব মন্দিরে অধিবাস পাঠ করেন শ্রী মহাদেব চন্দ্র শীল এবং শ্রী যুক্ত বাবু সমরেন্দ্র কৃঞ্চ দত্তের গীতাপাঠের মাধ্যমে হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
এসময় লীলা কির্তন এর আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকবৃন্দরা
শ্রী শ্রী শিব মন্দির মহানাম ও লীলা কীর্তন শুনতে আসা ভক্তদের প্রসাদ সেবা ও সকল পর্যায়ের সেবা দিয়ে কৃঞ্চ ভক্ত রাম ভক্তদের এক উজ্জ্বল ভালোবাসা সৃষ্টি করেছেন । শ্রী শ্রী শিব মন্দির অঙ্গনে যারা মহানাম সুধা ও লীলা কীর্তন পরিবেশন করেন তারা হলেন শ্রী শ্রী ব্রজের মাধুরী সম্প্রদয়, শ্রী শ্রী প্রভু জয় নিতাই সম্প্রদয়, শ্রী শ্রী ভাগ্যশ্রী সম্প্রদয়, শ্রী শ্রী শিব মন্দির সম্প্রদয়, শ্রী শ্রী গৌর মাধুরী সম্প্রদয়, শ্রী শ্রী সত্যনারায়ণ সম্প্রদায় লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের নবদ্বীপ হতে আগত শেফালী দত্ত ।
এছাড়াও বাংলাদেশের সুনামধন্য সাতক্ষীরা হতে আগত কুমারী আশালতা মন্ডল, যশোর হতে আগত চৈতন্য দাস উত্তম । এ ধর্মানুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীসহ জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বয়সের হাজার হাজার লোকের সমাগম ঘটে। কীর্তনের সময় যতই শেষ হয়ে আসে ততই বাড়তে থাকে ভক্ত ও দর্শকদের সংখ্যা। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে ওঠে বাগবাটী হালদার পাড়া শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গন। বাগবাটী হালদার পাড়া শ্রী শ্রী শিব মন্দির এর উক্ত মহানাম ও লীলা কীর্তন এর ৩২ প্রহর ব্যাপি অধিবেশনের আয়োজন করেন গনেশ হালদারের সভাপতিত্বে আরো উপস্থিত থেকে ভক্ত সেবা করেন সমা হালদার, পরেশ হালদার, বিমল হালদার, উজ্জ্বল হালদার, উজ্জ্বল বড়, নরেন হালদার, রবেন হালদার, তপন হালদার, আনন্দ হালদার, শীতল হালদার, প্রদ্বীপ হালদার, কাটু হালদার সুশান্ত হালদার, মহাদেব হালদার, নিত্য হালদার সহ অনেকে ।