
মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন আজীবন সদস্য, দৈনিক ইত্তেফাকের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল ইসলাম চৌধুরী ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সদস্য, দৈনিক প্রথম আলোর প্রাক্তন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মরহুম এনামুল হক খোকনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবে উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২৫) বাদ এশা সিরাজগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এবং পরিচালনা করেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রহমত আলী ও দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ফেরদৌস রবীন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুণ,সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য আইয়ুব আলী, দৈনিক প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ, কার্যকরী সদস্য সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য আহসান হাবীব মুন্না,সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ড, দৈনিক মানব জমিনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সুজন সরকার,দৈনিক সকালের সময়ের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না,দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর সুমন,দৈনিক চিত্রের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্র, দৈনিক আজকের দর্পনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাম্মি আহমেদ আজমীরসহ সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।