
সোহান সেখ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ভেংড়ী গ্রামের কৃতি সন্তান এমদাদুল হক। পরোক্ষ রোকন সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এই পদে নির্বাচিত হন।
দীর্ঘ ছয় বছর ধরে এমদাদুল হক পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বকালীন সময়ে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে তাকে বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি তিনি পরপর দুবার কারাবন্দী হন এবং বেশ কয়েকটি মিথ্যা মামলায় হয়রানির শিকার হন।
গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর তিনি আরও সক্রিয়ভাবে সংগঠনের কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় তিনি পূর্ণিমাগাতী ইউনিয়নের সংগঠনকে সুসংগঠিত করেছেন।
এমদাদুল হক তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তাঘাট উন্নয়ন, গরিব ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নবাসীর সেবায় নিয়োজিত থাকব।”
উল্লেখ্য, তার নেতৃত্বে পূর্ণিমাগাতী ইউনিয়নের জামায়াত শক্তিশালী এবং সুসংগঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।