
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার কাজিপুর পৌরসভার উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায়,
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় কাজিপুর পৌরসভা হতে উক্ত কম্বল বিতরণকালে কাজিপুর পৌরসভার প্রশাসক, আকরামুল হক, পৌর প্রকৌশলী,মোঃ রফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, করআদায়কারি বেল্লাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ,- দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে।
শৈত্যপ্রবাহের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। এটা অন্যতম একটি ইবাদতও বটে।