আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র'র সান্ধ্যকালীন আয়োজনে কবিতা আবৃতি ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বি.এ কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরীতে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র, সিরাজগঞ্জের সভাপতি তাহমিনা কলির সভাপতিত্বে নাট্যকার ও লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ.কে আজাদ, এর সঞ্চালনায়, শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, তরুণ সম্প্রদায়ের পরিচালক সংগঠক মো. ফরিদুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ আঞ্জুমান মফিদুল ইসলাম এর ( ভারপ্রাপ্ত) সভাপতি জান্নাতুল ফেরদৌস লুনা,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, উল্লাপাড়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক কবি ডাঃ নিত্য রঞ্জন পাল, মৃত্তিকা নাট্যশালা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, সিরাজগঞ্জ নজরুল একাডেমির সভাপতি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ রবীন্দ্র সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, চ্যানেল টুয়েন্টি ফোর এর সিনিয়র রিপোর্টার সাংস্কৃতিক ব্যক্তিত্ব হীরুক গুণ, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, অরুনিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক বিশিষ্ট কন্ঠ শিল্পী সূর্য বারী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফুলাদ হায়দার খান, লালন একাডেমি সভাপতি নুরুল হুদা, শেকড়ের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম পলাশ, সিরাজগঞ্জ নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট) প্রমুখ।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি পরিবেশন করে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের শিক্ষার্থী উষ্ণ, লুবাবা,আমান বাবু, শশী, রুনি, নুরনবী ইসলাম কাব্য, ফাগুন, তিতলী সুমাইয়া, আনিকা।