আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাত সরিষা -১৪।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের আয়োজনে,
সোমবার (১৩জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্ণিমাগাঁতী পুঠিয়াতে কৃষক ফজলুর মাঠে উক্ত ফসলের মাঠ দিবস পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেনে, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ঢাকা খামারবাড়ি ডিআই পরিচালক মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী এসময়ে তিনি তার বক্তব্য বলেন, এবারে সরিষা ফুল থেকে ১ লাখ ৮৩ হাজার কেজি মধু উৎপাদনের লক্ষ্য মাত্রা রয়েছে। এবার মৌচাষীরা প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করছেন। যার বাজার মুল্য প্রায় ৪ কোটি টাকা। তাই এই উপজেলায় কৃষকরা কৃষিতে বিপ্লব ঘটিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা খামারবাড়ি উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল মনিটরিং অফিসার আখেরুর রহমান প্রমুখ।
উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠান পরিচালনা করেন এবং স্বাগত বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী।
এ সময়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসায়াদ বিন খলিল রাহাত, কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ সাজেদা আকতার ইতি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম, উপসহকারী স্বপন কুমার বসাক, রঞ্জু আলম, আফরোজা খাতুন সহ অন্যান্যরা প্রায় শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন ।