
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
স্কাউট আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ রোভার শাখার পর এবার স্কাউট শাখায় সম্মানসূচক ‘উডব্যাজ’ অর্জন করলেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন হাতেম হাসিল ভা: উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো: শফিকুল ইসলাম শেখ।
বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো: শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
সোমবার (১৩জানুয়ারি-২০২৫খ্রিঃ) এজন্য হাতেম হাসিল ভাতহাড়িয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন তালুকদার তাকে অভিনন্দন জানান।
উল্লেখ্য – স্কাউট শব্দের অর্থ চর, গুপ্তচর। ১৯০৭ সালে তিনি প্রথম স্কাউট ক্যাম্প স্থাপন করেন ব্রাউন সি দ্বীপে। ১৯০৮ সালে স্কাউটদের জন্য রচনা করেন ‘স্কাউটিং ফর বয়েজ’ বইটি এবং ওই বছরই আনুষ্ঠানিকভাবে বয় স্কাউটের প্রতিষ্ঠা করেন।
উড ব্যাজ হল একটি স্কাউটিং নেতৃত্বের প্রোগ্রাম এবং সারা বিশ্বে স্কাউট অ্যাসোসিয়েশনের কর্মসূচিতে প্রাপ্তবয়স্ক নেতাদের জন্য সম্পর্কিত পুরস্কার। উড ব্যাজ কোর্সের লক্ষ্য হল উন্নত নেতৃত্বের দক্ষতা শেখানোর মাধ্যমে এবং স্কাউট আন্দোলনের সাথে একটি বন্ধন এবং প্রতিশ্রুতি তৈরি করার মাধ্যমে স্কাউটারদের আরও ভাল নেতা করা।