আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র ড. আন্না -ফজলুর দাতব্য হাসপাতাল" নামে একটি চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান ফটকে ফিতা কাটা, মোমবাতি প্রজ্বলন, নীরবতা পালন ও দোয়া-মোনাজাত, কেককর্তন ও আলোচনা সভা সহ নানা অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়। এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম -ইউডিপি এবং ড.ফজলুর রহমান ফাউন্ডেশন সহযোগিতায়,
বুধবার (১৫ জানুয়ারি-২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ খান সাহেব মাঠ সংলগ্ন ইসলামিক ফাউণ্ডেশনের সামনে উক্ত দাতব্য হাসপাতালের শুভ উদ্বোধন করেন, ড. আন্না-ফজলুর দাতব্য হাসপাতালের উপদেষ্টা, জার্মানি'র এফ.আর.এফ. ডাঃ আলেকজেন্ডার মেলসার।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ড.আন্না-ফজলুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা পরিচালক মোঃ আবু জাফর খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতার ও টিভির খ্যাতনামা সংগীত শিল্পী মোঃ আমিনুল ইসলাম, ড.ফজলুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি দিল আফরোজা খানম, ড.আন্না ফজলুর ফাউন্ডেশন সহ-সভাপতি আলীমুল আহসান রাসেল, সদস্য এস,এম.আহসান হাবিব রনি, আতিকুর রহমান লিমন,একে এম. ফেরদৌস, শার্প এনজিওর নির্বাহী পরিচালক মোঃ শওকত হোসেন দুলাল, "এমডিও" এনজিওর নির্বাহী পরিচালক মোঃ মাছউদ আহমেদ,"সুক" এনজিওর এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা এনজিওর নির্বাহী পরিচালক কামরুন্নাহার, শিক্ষক নূরে আলম হীরা প্রমুখ। জানা যায় যে, গরীব, অসহায় দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ দেওয়া সহ তাদের পাশে থাকবে এ দাতব্য চিকিৎসা সেবা কেন্দ্র।