আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ এর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ও বিজয়ী প্রতিযোগিতাদের পুরস্কার বিতরণ করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ ফজলে রাব্বি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রেজা, যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, আইসিটি অফিসার ইমান আলী, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক শফিকুল ইসলাম শফি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যমের প্রতিনিধিগন। উল্লেখ কলেজ গ্রুপে প্রথম স্থান অধিকার করে বেলকুচি সরকারি কলেজ।