সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগের ৮ টি জেলা ও ১টি সিটি করপোরেশনের সকল ইউনিটের কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য কেন্দ্রীয় ওলামা দল রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম গঠন করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাড.কাজী মাওলানা মোঃ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী বিভাগীয় ওলামা দলের ৬ সদস্য বিশিষ্ট সাংগঠনিক টিম গঠন করেন।
রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের প্রধান করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী।
সাংগঠনিক টিমে ১নং সদস্য হিসেবে মনোনীত হয়েছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, বার বার কারা নির্যাতিত নেতা সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
এবিষয়ে সাংগঠনিক টিমের ১নং সদস্য সাংবাদিক শেখ মোঃ এনামুল হক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বাংলার রাখাল রাজা,মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। এই সংগঠনটি অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশের আলেম ওলামাদের ঐক্যবদ্ধ করে তারেক রহমানের ঘোষিত ৩১দফার আলোকে বাংলাদেশ গড়তে ওলামা দলকে আরো সক্রিয় ভূমিকা রাখার জন্য সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন,পৌর, থানা,উপজেলা ও জেলা সংগঠন শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাড. কাজী মাওলানা মোঃ আবুল হোসেন এর নেতৃত্বে সারাদেশে সাংগঠনিক টিম কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম গঠন করেছেন। এই সাংগঠনিক টিমে আমাকে সদস্য করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাড.কাজী মাওলানা মোঃ আবুল হোসেন কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
অপরদিকে রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমে সিরাজগঞ্জের সাংবাদিক শেখ মোঃ এনামুল হক ১নং সদস্য ও হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক ৬নং সদস্য মনোনীত হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি,সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যোষ্ঠ নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।