
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
২০২১খ্রীঃ ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারী শাহাদৎ হোসেন বুদ্দিন ও তার সহযোগীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জেলার ভাঙ্গাবাড়ি এলাকাসহ জেলার বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভাঙ্গাবাড়ি থেকে একটি বিশাল মিছিল বের করে এবং সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরবর্তীতে তারা সিরাজগঞ্জ কোর্ট চত্বরে মানববন্ধন করেন। এই কর্মসূচিতে সব বয়সী নারীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়ে আন্দোলনকারীরা ন্যায়বিচারের আশ্বাস পেতে সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি (শনিবার) দ্বিতীয় দফা নির্বাচনে সিরাজগঞ্জের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তরিকুল ইসলাম জয়লাভ করেন। পরে আনন্দ মিছিল করার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহাদাত হোসেন বুদ্দিনের সমর্থকদের সঙ্গে হয়। এতে ছুরিকাঘাতে তরিকুল আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তার মৃত্যু হয়।