
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে রেস্তোরাঁর উপর নতুন করে আরোপিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে সিরাজগঞ্জের রেস্তোরাঁ মালিকেরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, আমাদের ব্যাবসায়ীদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা দেশের জন্য অবদান রাখতে চাই। আমরা বলেছিলাম ভ্যাট কমিয়ে ৫% থেকে ৩% করতে। কিন্তু আপনারা তা না করে করলেন ১৫%। আমরা আগে যেমন ভ্যাট দিতাম সেভাবেই দিতে চাই। আমরা ভ্যাট দিবো কিন্তু সেটা আমাদেরকে মেরে নয়। দয়া করে আমাদের উপর এমন জুলুম চাপিয়ে দিবেন না। যদি আমাদের দাবী না মানা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এছাড়াও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ফেরদৌস আলম, বকুল খান, আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক রতন গুপ্ত সহ সিরাজগঞ্জের সকল রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরা।