আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
কৃষি পরিবার সিরাজগঞ্জ'র এবারের গ্রুপ মিটআপ টা ছিল ভিন্ন ধরনের গ্রুপের ৩০ জন টপ কন্ট্রিবিউটর দের মাঝে তিন শতাধিক গাছের চারা ( সবুজ উপহার) বিতরণ করা হয়।
কৃষি পরিবার এডমিন প্যানেলের সহযোগিতায়,শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) সিরাজগঞ্জ শহরের স্কাই ভিউ রেষ্টুরেন্টে সিরাজগঞ্জে উক্ত সবুজ উপহার গাছের চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জে হর্টিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জ সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম।
সাইফুল ইসলাম ভাইয়ের উপস্থাপনায় সভাপতিত্ব করেন, রাসেল রহমান।
এ্যাডমিন প্যানেল থেকে উপস্থিত ছিলেন, রাসেদুল ইসলাম, রিয়াদ আরেফিন, মোনারুল ইসলাম, চান্দা রয়, সালমা, নাদিয়া ইসলাম, মুন্নি সরকার, ইমদাদুল হক সহ ৫০ জন বাগানি।
উপহার হিসেবে ছিলো কাঁচা মিঠা আম গাছ, মরোক্ক মাল্টা গাছ, ভিয়েতনামি মাল্টা, সূর্যমুখী চারা,পথস চারা, এলোভেরা, মরিচের চারা,টমেটোর চারা, আম আদা, সিডাম ম্যাকুইন চারা বিতরণ শেষে চায়ের আড্ডা করা হয়।