সোহান সেখ :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার প্রকাশনা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোঃ আমিনুল ইসলাম বলেন, “কলেজ ক্যাম্পাসে এমন সৃজনশীল ও জ্ঞানমূলক আয়োজন আগে দেখা যায়নি। ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের বুদ্ধিবৃত্তিক উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমিন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা, এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ সরকার। অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রকাশনা উৎসবের স্টলটি নামকরণ করা হয়েছে "শহীদ শিহাব স্টল", যা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শহীদ ও সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শহীদ শিহাবের স্মরণে উৎসর্গ করা হয়েছে।
প্রকাশনা উৎসবটি ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রদর্শিত উপকরণগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় ক্যালেন্ডার, ডায়েরি, স্টিকার, দাওয়াতি উপকরণ, বিজ্ঞান ম্যাগাজিন,সাহিত্য সামগ্রী, পোস্টার ও সাময়িকী, বুকলেট।
এছাড়াও রয়েছে রিডিং জোন এবং সমর্থক ফরম পূরণের জন্য বিশেষ ডেস্ক।