মোঃ হোসেন আলী ছোট্রু,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন চরে জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০ জানুয়ারি) সকালে পৌর শহরের ধানবান্ধি মতি সাহেবের ঘাটে যমুনা নদীর পাড়ে মেছড়া ইউনিয়নের জনসাধারণের আয়োজনে মেছড়া ইউনিয়ন চরে জমি দখলের অভিযোগে মানববন্ধনের প্রতিবাদ স্বরুপ পালটা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে মেছড়া ইউনিয়নের বাসিন্দা মোঃ আমজাদ হোসেন এর নেতৃত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আলআমীন শেখ, মোঃ আব্দুল মমিন, মোঃ বেলাল হোসেন, মোঃ সাইফুল ইসলাম মাস্টার, শুভ মন্ডল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ সিকিম আলী, রহমত আলী, আহসান হাবিব, এছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ১৮ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলা মেছড়া ইউনিয়ন ৫'৬' নং ওয়ার্ডের দূর্গম চরান্চল গোটিয়া, হাড়িভাংগা ও সাচালিয়া এলাকার ৩ টি মৌজার প্রায় ৬০ বিঘা জমি জোরপূর্বক দখল করার অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও বিক্তিহীন। এই মানববন্ধনে তিব্বো নিন্দা ও প্রতিবাদ জানাই।