ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সদর থানার সদানন্দপুর গ্রামের মিয়াবাড়ী মার্কেটের সামনে সিরাজগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক একটি পিকআপ গাড়ীতে তল্লাশী করে ৭ কেজি গাঁজা সহ ৪ জনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, নাগেশ্বরী জেলার ধনিঘাগলা গ্রামের মো. মজিবর রহমানের ছেলে মো. লতিফ (৫৫), নওশাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ, কুড়িগ্রাম জেলার অনন্তপুর গ্রামের মো. সলিম উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২), মৃত খয়বর আলীর ছেলে, মোঃ নুর ইসলাম (৪২)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন তথ্যটি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ৭ কেজি গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।